স্বপ্ন দেখেছি আজও দেখি ||
দ্বীপশিখার আলোর তলায় বসে আছি তোমায় নিয়ে,
এলোমেলো বইগুলোর পৃষ্ঠাগুলি আজও উড়ে চলেছে গতিতে।
হ্যাঁ মৃদু ঝুঁকে দেখো!
হাত রেখে আমার হাতে,
গভীরতাকে পাবে খুব কাছে থেকে।
যদিও প্রেমনির্ভর নয়;
পাবে সুগন্ধের পরিপূর্ণতাকে। আর তুমি পাবে তোমার ভিতরের আমার পরিভাষাকে!সকালের কুয়াশাকে দূরে সরিয়ে সর্ষের ক্ষেতের ফুলগুলোর মধ্যে তোমায় দেখেছি আকাশ কুসুম
স্মৃতিচেতনার ঝরনা আজ বহমান হৃদয়ের সুরের দোদুল্যমান গতিতে।
স্বপ্ন দেখেছি,আজও দেখি! মেঘের ভেলায় দেখেছি তোমায় রামধনু রং এ ভেসে যেতে
আজ জিবনে বসন্ত চলে গেছে!আছে কেবল অশ্রু ধারার স্মৃতি।
তাই শ্রাবণে ভিজতে চাই তোমায় নিয়ে!আমি যখন তোমায় দেখি
তোমার কাজলের শোভা আমায় রঙিন করে তোলে।
মিলিত হবো আমরা দক্ষিনা বাতাসের নিস্তব্ধতায়-,
ঝরে যাবো বারিধারার আবেশের সবুজতায়!!
আমি নির্জনে তোমায় উপলব্ধি করি,
শত তারার মাঝে
সারারাত চেয়ে দেখেছি আর আর লিখেছি আকাশের সমুদ্রে।
আমি তোমায় ভালোবাসতে চেয়েছি ঠিক সুরের বন্ধনের মত
তাই তোমায় চেয়েছি এই হৃদয়ের প্লাবনধারায়।আজ ফুল ফুটুক বা নাই ফুটুক-, এক গোছা রজনী সাজিয়ে দিতে চাই হৃদয়ের প্রাণে।
নাইবা হলো কথা
কথা হবে মনের কুঞ্জনে নীরবে নির্জনে আত্তিক গহন বনে। পদ্মপাতায় শিশিরবিন্দুর জলকণায় দেখি তোমাকে বারে বারে
নৃত্যরত ছন্দময়ীর সুরে!
তোমার চোখের কাজলের অনুরাগ আমি!
স্বপ্নের সৌখিন চাঁদ,বাস্তবের কল্পনায় মৃহমান।
তাই আজও আমার হৃদয় অপেক্ষায় রঙিন রঞ্জনায়।
এলোমেলো বইগুলোর পৃষ্ঠাগুলি আজও উড়ে চলেছে গতিতে।
হ্যাঁ মৃদু ঝুঁকে দেখো!
হাত রেখে আমার হাতে,
গভীরতাকে পাবে খুব কাছে থেকে।
যদিও প্রেমনির্ভর নয়;
পাবে সুগন্ধের পরিপূর্ণতাকে। আর তুমি পাবে তোমার ভিতরের আমার পরিভাষাকে!সকালের কুয়াশাকে দূরে সরিয়ে সর্ষের ক্ষেতের ফুলগুলোর মধ্যে তোমায় দেখেছি আকাশ কুসুম
স্মৃতিচেতনার ঝরনা আজ বহমান হৃদয়ের সুরের দোদুল্যমান গতিতে।
স্বপ্ন দেখেছি,আজও দেখি! মেঘের ভেলায় দেখেছি তোমায় রামধনু রং এ ভেসে যেতে
আজ জিবনে বসন্ত চলে গেছে!আছে কেবল অশ্রু ধারার স্মৃতি।
তাই শ্রাবণে ভিজতে চাই তোমায় নিয়ে!আমি যখন তোমায় দেখি
তোমার কাজলের শোভা আমায় রঙিন করে তোলে।
মিলিত হবো আমরা দক্ষিনা বাতাসের নিস্তব্ধতায়-,
ঝরে যাবো বারিধারার আবেশের সবুজতায়!!
আমি নির্জনে তোমায় উপলব্ধি করি,
শত তারার মাঝে
সারারাত চেয়ে দেখেছি আর আর লিখেছি আকাশের সমুদ্রে।
আমি তোমায় ভালোবাসতে চেয়েছি ঠিক সুরের বন্ধনের মত
তাই তোমায় চেয়েছি এই হৃদয়ের প্লাবনধারায়।আজ ফুল ফুটুক বা নাই ফুটুক-, এক গোছা রজনী সাজিয়ে দিতে চাই হৃদয়ের প্রাণে।
নাইবা হলো কথা
কথা হবে মনের কুঞ্জনে নীরবে নির্জনে আত্তিক গহন বনে। পদ্মপাতায় শিশিরবিন্দুর জলকণায় দেখি তোমাকে বারে বারে
নৃত্যরত ছন্দময়ীর সুরে!
তোমার চোখের কাজলের অনুরাগ আমি!
স্বপ্নের সৌখিন চাঁদ,বাস্তবের কল্পনায় মৃহমান।
তাই আজও আমার হৃদয় অপেক্ষায় রঙিন রঞ্জনায়।
Comments
Post a Comment