Skip to main content

বাস্তবতা

মানুষ মূলত কম্পিউটারের মাউসের মত একা,
কিছু সময়ের জন্য তার মাথায় হাত রাখার মানুষের অভাব নেই,
কিন্তুু কাজ শেষে কেউ পাশে থাকেনা।

Comments

Popular posts from this blog

অপেক্ষায় ছিলাম আসো নি

অপেক্ষায় ছিলাম আসো নি, মিস করছিলাম বুঝো নি,, আপনজন ভেবেছিলাম মানো নি... দু:খের ভাগ নিতে চেয়েছিলাম শেয়ার করো নি,, তুমি রাগী সেটা জানতাম,কিন্তু নিষ্ঠুর সেটা বুঝি নি....***

মোহে কি বিশ্বাস থাকে বল.......বিশ্বাসতো থাকে ভালোবাসায়...............!

তুমি জানতে চাচ্ছো আমি তোমায় ভালোবাসবো কিনা??? ভালোবাসি কিনা জানিনা......বাসবো কিনা তাও জানিনা.......শুধু জানি ভোরের প্রথম নরম আলোয় আমি তোমার উজ্জ্বলতা পাই........পাখির ছোট্ট কুটির তৈরির মমতায় তোমাকে পাই.......কাঁশফুলের নরম ছোঁয়ায় তোমার পরশ পাই.......তুমি আমার ধ্রুব সত্য........তোমার ঠোটের কোনের মুচকি হাসি আমার সব খারাপের মাঝেও ভালো থাকার উৎস....... তোমার নাথাকা আমার সব ভালোর পরেও পৃথিবী অন্ধকার হয়ে যাওয়ার একমাত্র কারন........তুমি আমার সত্য ছোঁয়া কল্পনা........তোমায় আমি শুধু ঘ ুমের স্বপ্নে নয় বাস্তবের পৃথিবীতেও দেখতে চাই.....আর তা শুধু আজ নয় অনন্তকাল ধরে.......আমি তোমায় রোজ নতুন করে দেখি.......রোজ মুগ্ধ হই.......এই অনুভূতিগুলোর নাম যদি হয় ভালোবাসা.......তবে হ্যাঁ নির্দ্বিধায় স্বীকার করছি "ভালোবাসি তোমায়".........কি ব্যাপার হাসছো তুমি........ভাবছো আমি সস্তা আবেগের বুলি ছাড়ছি.........ভাবছো এটা শুধুই আমার মোহো..........মোহোতো কেটে যায় মূহুর্তেই.........তুমিতো আমার বিশ্বাসের নির্যাস দিয়ে ঘেরা অনেক যত্নের সত্যের পরশ পাওয়া কল্পনা........মোহে কি বিশ্বাস থাকে বল.......বিশ্বাসতো থাকে ভ