Skip to main content

Posts

কথা ছিল এক-তরীতে

কথা ছিল এক-তরীতে কেবল তুমি আমি যাব অকারণে ভেসে কেবল ভেসে ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী কোথায় যেতেছি কোন‌ দেশে সে কোন‌ দেশে। কূলহারা সেই সমুদ্র-মাঝখানে শোনাব গান একলা তোমার কানে, ঢেউয়ের মতন ভাষা-বাঁধন-হারা আমার সেই রাগিণী শুনবে নীরব হেসে।
Recent posts

মোহে কি বিশ্বাস থাকে বল.......বিশ্বাসতো থাকে ভালোবাসায়...............!

তুমি জানতে চাচ্ছো আমি তোমায় ভালোবাসবো কিনা??? ভালোবাসি কিনা জানিনা......বাসবো কিনা তাও জানিনা.......শুধু জানি ভোরের প্রথম নরম আলোয় আমি তোমার উজ্জ্বলতা পাই........পাখির ছোট্ট কুটির তৈরির মমতায় তোমাকে পাই.......কাঁশফুলের নরম ছোঁয়ায় তোমার পরশ পাই.......তুমি আমার ধ্রুব সত্য........তোমার ঠোটের কোনের মুচকি হাসি আমার সব খারাপের মাঝেও ভালো থাকার উৎস....... তোমার নাথাকা আমার সব ভালোর পরেও পৃথিবী অন্ধকার হয়ে যাওয়ার একমাত্র কারন........তুমি আমার সত্য ছোঁয়া কল্পনা........তোমায় আমি শুধু ঘ ুমের স্বপ্নে নয় বাস্তবের পৃথিবীতেও দেখতে চাই.....আর তা শুধু আজ নয় অনন্তকাল ধরে.......আমি তোমায় রোজ নতুন করে দেখি.......রোজ মুগ্ধ হই.......এই অনুভূতিগুলোর নাম যদি হয় ভালোবাসা.......তবে হ্যাঁ নির্দ্বিধায় স্বীকার করছি "ভালোবাসি তোমায়".........কি ব্যাপার হাসছো তুমি........ভাবছো আমি সস্তা আবেগের বুলি ছাড়ছি.........ভাবছো এটা শুধুই আমার মোহো..........মোহোতো কেটে যায় মূহুর্তেই.........তুমিতো আমার বিশ্বাসের নির্যাস দিয়ে ঘেরা অনেক যত্নের সত্যের পরশ পাওয়া কল্পনা........মোহে কি বিশ্বাস থাকে বল.......বিশ্বাসতো থাকে ভ

বুঝবে সেদিন বুঝবে!

যেদিন শিউলি ফুটে ভ'রবে তোমার অঙ্গন, তুলতে সে-ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কণ - কাঁদবে কুটীর-অঙ্গন! শিউলি ঢাকা মোর সমাধি প'ড়বে মনে, উঠবে কাঁদি'! বুকের মালা ক'রবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুচবে - বুঝবে সেদিন বুঝবে!

তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার– কত রূপ ধরে পরেছ গলায়, নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার।

তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার– কত রূপ ধরে পরেছ গলায়, নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার।

যত শুনি সেই অতীত কাহিনী,

যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহমিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমিররজনী ভেদিয়া তোমারি মুরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে।

যেদিন আমি হারিয়ে যাবো,

যেদিন আমি হারিয়ে যাবো,, সেদিন তুমি বুঝবে.. হাজার লোকের ভিড়ে সেদিন,, আমায় তুমি খুঁজবে.. সেদিন তুমি পাবেনা আর এই আমাকে,, পাবে শুধু ফেলে আসা স্মৃতিগুলোকে,, কষ্ট হয়ত তোমার বুকে আচর কেটে যাবে.. কদিন গেলেই তুমি আবার নতুন সাথি পাবে..!!

অপেক্ষায় ছিলাম আসো নি

অপেক্ষায় ছিলাম আসো নি, মিস করছিলাম বুঝো নি,, আপনজন ভেবেছিলাম মানো নি... দু:খের ভাগ নিতে চেয়েছিলাম শেয়ার করো নি,, তুমি রাগী সেটা জানতাম,কিন্তু নিষ্ঠুর সেটা বুঝি নি....***